Government Saadat College
Karatia, Tangail-1903
Established: 1926
College Code: 0070, NU Code: 5301, EIIN: 114747
Karatia, Tangail-1903
Established: 1926
College Code: 0070, NU Code: 5301, EIIN: 114747
মহতী প্রজাহিতৈষী জমিদার সা’দত আলী খান পন্নীর নামেই প্রতিষ্ঠিত হয় বঙ্গের আলীগড় খ্যাত সা’দত কলেজ। প্রতিষ্ঠা করেন ‘আটিয়ার চাঁদ’ খ্যাত জনদরদী, শিক্ষানুরাগী, বৃটিশবিরোধী অন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মৌলবি ওয়াজেদ আলী খান পন্নী। দাদার নামে তিনি কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯২৬ খ্রিষ্টাব্দে কলেজটির যাত্রা শুরু হয়। ১৯২৬ যাত্রা শুরু হয় বাংলা বিভাগের। ০৭ শিক্ষক ও ০৮ জন শিক্ষার্থী নিয়ে বাংলা বিভাগের সূচনা। বর্তমানে শিক্ষক সংখ্যা ১২ জন শিক্ষার্থী ২ হাজারের অধিক। শুরুতে কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন প্রিন্সিপাল ইবরাহীম খাঁ। তিনি ১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সা’দত কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছিলেন। তিনিই কলেজটিকে একটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেন। কলেজটি ১৯৩৮ খ্রিষ্টাব্দে ডিগ্রি কলেজে উন্নিত হয়। ১৯৬৬ খ্রিষ্টাব্দে এ কলেজে অনার্স ও ১৯৭৭ খ্রিষ্টাব্দে মাস্টার্স কোর্স প্রবর্তিত হয়। ১৯৭৯ খ্রিষ্টাব্দে কলেজটি জাতীয়করণ হয়। বর্তমানে সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল দেশের অন্যতম বৃহৎ স্নাতকোত্তর কলেজ। এখানে পাসকোর্স ছাড়াও বর্তমানে কলেজটিতে ১৮টি বিষয়ে অনার্স এবং ১৫ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২২ হাজার। বৃহৎ পরিসরের এ কলেজটি জমির পরিমাণ প্রায় ৩৭.০৭ একর।
ঐতিয্যবাহী বাংলা বিভাগ পড়ালেখার পাশাপাশি আয়োজন করে থাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের. আমাদের প্রতিষ্ঠানের নাম সাদাত কলেজ।
Number of students
Number of Teachers
Academic staff